দুর্দান্ত খেলে বিজয় অর্জন করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। জয় উৎসর্গ করলেন ফুটবলের কিংবদন্তি ফুটবল রাজা পেলেকে। ব্রাজিল ৪-১ কোরিয়া কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে নেমেছিল ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া । ব্রাজিল সাপোর্টারদের প্রত্যাশা ফিফা ২০০২২ চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করবে ব্রাজিল ইনশাআল্লাহ।  দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে ব্রাজিল। নেইমার ফেরায় ব্রাজিল শিবির বেশ চনমনে ছিল। গত জুনে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন নেইমার। ব্রাজিল জিতেছিল ৫-১ ব্যবধানে। গতকাল ব্রাজিল জিতল ৪-১ ব্যবধানে। পেনাল্টি থেকে ১ গোল নেইমারের সাম্বা ড্যান্স করে গোল সেলিব্রেট করেছে ব্রাজিল তারকারা এর কিছুক্ষণ মধ্যেই ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র।  প্রথমার্ধেই স্কোর লাইন ৪-০ করেন রিচার্লিসন এবং লুকাস পাকেতা। অ্যালিসন বেকার অনবদ্য কিছু সেভ করে। তেমনই ব্রাজিলেরও বেশ কিছু সুযোগ বাঁচিয়ে দেন কোরিয়া গোলরক্ষক। ৭৬ মিনিটে দক্ষিণ কোরিয়ার এক মাত্র গোল পেক হিউং হো-র জোরালো শটে ১ টি গোল করে পরিশেষে ব্রাজিল জিতল ৪-১ ব্যবধানে ম্যাচ সেরা ব্রাজিল। দৈনিক সোনালী সময় পত্রিকার স্টাফ রিপোর্টার রোমান মৃধা রুবেল বাংলাদেশ প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!