
স্টাফ রিপোটার
আজ বিশ্ব শিক্ষক দিবস।
দিনাজপুর জেলার বিরামপুর থানার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব, সুভাষ চন্দ্র সাহা মহোদয়ের সভাপতিত্বে শিক্ষক দিবস পালিত হয়।
সুভাষ চন্দ্র সাহা তার বক্তব্যে বলেন শিক্ষকদের বলা হয় জাতি গঠনের গারিগর। একজন মানুষের জীবনে মা-বাবার পরেই জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার শিক্ষক। শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক ১৯৯৪ সাল থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস।
পরবর্তিতে সিনিয়র ইংরেজি শিক্ষক জনাব নজমুল হক বক্তব্য রাখেন। তিনি বলেন একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন করে বলার কিছু নেই। শিক্ষক মহাশয় শুধু যে শিক্ষাদানই করেন তাই নয়। তিনি একজন শিক্ষার্থীকে জীবনে চলার পথে পরামর্শ দেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন।
পরবর্তীতে কয়েকজন শিক্ষক পর্য়ায়ক্রমে বক্তব্য পদান করে চমৎকারভাবে।
এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্বাস উদ্দিন,জনাব মোকলেছার রহমান সবুজ,জনাব হেলাল উদ্দিন,জনাব ইব্রাহীম মন্ডল,জনাব পারুল রাণী,জনাব আব্দুস সালাম,জনাব মোজাফফর রহমান, জনাব মিজানুর রহমান প্রমুখ সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ সহ ছাত্র-ছাত্রীরা।
সুন্দর ও মনোরম পরিবেশে আলোচনার মাধ্যমে প্রোগ্রামটি সফলভাবে সম্পূর্ণ হয়।