এফ এম বুরহান:
হাটি হাটি পা পা করে রাজনৈতিক নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সুনামের সাথে তিনটি বছর অতিক্রম করেছে দৈনিক রূপসাঞ্চল নিউজ পোর্টাল।

গত ১০ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রূপসা উপজেলায় অবস্থিত দিলীপ হোমিও হল মিলনায়তনে দৈনিক রূপসাঞ্চল পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় দৈনিক রূপসাঞ্চল এর প্রধান নির্বাহী মুহাম্মাদ রায়হান এর সভাপতিত্ব পত্রিকার বার্তা সম্পাদক নাহিদ জামান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ , বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো: এ. হালিম খান, সহকারী জেনারেল ম্যানেজার, রূপসা পল্লী বিদ্যুৎ সমিতি ,কুয়েত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আলহাজ্ব আ: জব্বার শেখ যুগ্ম আহবায়ক সম্মেলন প্রস্তুত কমিটি, ৫নং ঘাটভোগ আওয়ামী লীগ,বাসির আহমেদ লালু প্রভাষক কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মেজবাহ্ উদ্দিন খান প্রভাষক কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, শেখ জুলফিকার আলী আহবায়ক রূপসা উপজেলা হাট বাজার সমন্বিত ব্যবসায়ী সমিতি।

আরো উপস্থিত ছিলেন শেখ জহিরুল হক শারাদ,মুন্না সরদার,টিটো জমাদ্দার,ইফতিকার,আসাদ,বিক্রম নন্দী,মহিউদ্দিন মানিক,ফ.ম অহিদুল, নাট্য নিমার্তা এসকে নাসির উদ্দীন টিটু, মুন্না সরদার, দৈনিক রূপসাঞ্চল পরিবারের সদস্য সাংবাদিক গোলাম মোস্তফা, সাংবাদিক ফেরদৌস সরদার, সাংবাদিক এফ এম বুরহান, সাংবাদিক মুসলিমা খাতুন, সাংবাদিক জাহিদুর রহমান, সাংবাদিক শহীদুল্লাহ্ আল আজাদ, সাংবাদিক মিলন মোল্লা।
ছাত্রনেতা দীপ খান,সাইফুল ইসলাম,জনি ফকির,পিয়াল প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!