
মোঃ শিশির কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুরে দৈনিক লালনভূমি উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সদস্য ও দৌলতপুর জাতীয় সাংবাদিক সংস্থার ক্রীয়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, সাংবাদিক বিপ্লব কে মুঠো ফোনে অপহরণ ও হত্যার হুমকি,দেয়।
১১/১০/২০২৩ইং সন্ধা ৭ঘটিকায় মরিচা ইউনিয়নে সংবাদ সংগ্রহ সময় মুঠো ফোনে বার বার অপহরণ খুন গুম ও হত্যার হুমকি দেয়। ১২/১০/২০২৩ইং তারিখে আনুমানিক ১২ ঘটিকার সময় দৌলতপুর থানায় এই বিষয়ে একটি জিডি হয়েছে জিডি ন;৬২৭।বর্তমানে দৌলতপুর সহ কুষ্টিয়ার প্রতিটি উপজেলায় সংবাদ কর্মীদের নির্যাতন খুন গুম অপহরণের মাত্রা বেড়ে চলেছে । কুষ্টিয়া জেলায় সাংবাদিক দের খুন গুম হত্যা করে প্রশাসনের লাগে নাকের ডগার উপর ঘুরে বেড়াচ্ছে। সে কারনে কুষ্টিয়া পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি,
অজ্ঞাতনামা মোবাইল নম্বর হইতে ০১৯৫৩ ৭৮৬৭০৫, +৮০৩০০২৫৬৯৫৷ ও ৮৮০১৩০৫ ৩৯৫৭৬৯, এই মোবাইল নম্বর গুলো যেকোন মুহূর্তে তাকে অপহরণ ও হত্যা করতে পারে । সে কারনেব মোবাইল নম্বর গুলো ট্র্যাক করে প্রকৃত দোষীকে শনাক্ত করে শাস্তির জোর দাবি জানিয়েছেন। ।