দৌলতপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়া দৌলতপুরের গোবরগাড়া এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে সাবেক সেনা সদস্য মোঃ ওমর ফারুক (৩৭) কে পূর্ব শত্রুতার কারণে সাত দিনের মধ্যে খুন জখম করার হুমকি দিয়েছেন নিয়ামত মন্ডলের ছেলে মোতাছিম বিল্লাহ (৫৩) সহ মোঃ রাসেল (২৫), মোঃ মিজান মুহুরী (৩৫)।এ বিষয়ে সাবেক সেনার সদস্য ওমর ফারুক সাংবাদিকদের জানান, গত ০৬/০৯/২০২৩ তাং সন্ধ্যা অনুমান ০৭.৩০ টার সময় আমি মধুরাপুর স্কুল বাজারস্থ জনৈক তরিকুল ইসলাম এর বাড়িতে বসে ছিলাম। সেই সময় তরিকুল ইসলাম এর বাড়ির সামনে রাস্তার উপর এসে মোতাছিম বিল্লাহ তার দলবল নিয়ে আমার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন আমি তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমাকে মারমুখী আচারন সহ খুন জখমের হুমকি ধামকি দেয়। তারা আরো বলে আমাকে সাত দিনের মধ্যে খুন জখম করবে। তারা যেকোন সময় আমার জানমালের ক্ষয়ক্ষতি করতে পারে। তাদের ভয়ে আমি আতংকিত অবস্থায় জীবন যাপন করছি। সে কারনে বিষয়টি স্থানীয় লোকজনদের জানিয়েছি এবং দৌলতপুর থানায় গিয়ে সাধারন ডায়েরী দায়েরও করেছি। থানায় দায়েরকৃত এ জিডি নম্বর হলো ৩৩১ দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জানান, এই বিষয়ে সাধারণ একটা ডাইরি হয়েছে। অতি দ্রুততার সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!