screenshot 2023 10 16 17 54 04 53 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12~2

আতিকুল ইসলাম আতিক, ধুনট (বগুড়া):

বগুড়ার ধুনটে বকুল হোসেন (৪২) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের হটিয়ার বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বকুল হোসেন চালাপাড়া গ্রামের মৃত সুমারু এর ছেলে।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে মাছ শিকারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় বকুল হোসেন। রাত পেরিয়ে সকাল হলেও, বকুল হোসেন বাড়িতে ফিরে না আসায় তার ছেলে খুজতে থাকে। এক পর্যায়ে চালাপাড়া এলাকার গোলাম মোস্তফার পুকুরের দক্ষিণ পাড়ে বকুল হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। অতিরিক্ত ঋনের চাপে সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *