মাহবুব আলম রানা,

নওগাঁর বিভিন্ন স্থানে জমতে শুরু করেছে কোরবানী পশুর হাট ৷সরেজমিনে মহাদেবপুর উপজেলাধীন মাতাজী হাটে গিয়ে দেখা গেছে এই চিত্র।
অত্র জেলার বিভিন্ন যায়গায় আজ বুধবার বসেছে পশুর হাট ৷ মাতাজী হাটের ইতিহাস অনেক পুরানো ৷ এটি নওগাঁ জেলার মধ্যে গরু ছাগলের জন্য বিখ্যাত অন্যতম হাটা আজ বুধবার দেখা গেছে প্রচুর পরিমাণে গরু ছাগলের আমদানী ৷
হাটে আসাএকজন ক্রেতা মোঃ হাসান পেশায় একজন শিক্ষক |
এত আগে পশু ক্রয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এখনও কোরবানী আসতে প্রায় দেড় মাস বাকি ৷ তবুও একটি গরু কিনেছি এই হাট থেকে ৬৮০০o টাকায় ৷ তিনি বলেন তার বাড়ীতে একটি গাভী ও বাছুর আছে ৷ এজন্য কোরবানীর পশুটি রাখতে বা লালন পালন করতে তেমন কোন সমস্যা হবেনা ৷ আর এই ষাঁড় গরুটি দেড় মাস লালন পালন করলে আরো সতেজ হবে ৷ আর কোরবানী সময় এগিয়ে আসলে তার গরুটি প্রায় ৮০-৮২ হাজার টাকা দিয়ে কিনতে হতে পারে ৷ তাই আগাম কিনে ফেললাম। আজ হাট ঘুরে দেখা গেছে ভাল মানের একটি ১০০ কেজি ওজনের গরুর দাম ৫৬-৫৮ হাজার টাকা৷ কোরবানীর দিন যত ঘনিয়ে আসবে পশুর মূল্যও বৃদ্ধি পাবে। অত্র হাটে প্রায় এক থেকে দেড় হাজার পশু আমদানী হয়েছে ৷ কেনাবেচাও ভালো ৷ উক্ত হাটের ইজিরাদার মোঃ মাজেদ এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান ধানের ফলন কম হওয়ার কারনে এখনও তেমন হাট জমে উঠেনি ৷
তবে দুই তিন সপ্তাহ পর হাট আরো জমে উঠবে বলে তিনি আশা করেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *