নওগাঁ প্রতিনিধি,

নওগাঁর লাটাপাড়ায় মোছাঃ ছনি (২৮) নামে এক গৃহবধূ ও তার মেয়েকে মারধরের অভিযোগে থানায় একটি লিখিত মামলা দায়ের করেন ।

গত বৃহস্পতিবার (২৩জুন ) নওগাঁ সদর মডেল থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি ।

অভিযোগে বলা হয়েছে ,

জনাব, বিনীত নিবেদন এই যে আমি মোছাঃ ছনি (২৮) , স্বামী মোঃ আকাশ সাং-আরজি নওগাঁ লাটাপাড়া মোড়,থানা ও জেলা নওগাঁ থানায় হাজির হইয়া বিবাদী ১। মোছাঃ সাথি (২৫), স্বামী- মোঃ রতন ,২ । মোঃ রতন (৩০) পিতা- অজ্ঞাত ,সাং – আরজি নওগাঁ লাটা পাড়া থানা ও জেলা নওগাঁদ্বয়ের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে , বিবাদীদ্বয় আমার বাড়ির পাশে নতুন বাড়ি করিয়াছে ,

(বিবাদীদ্বয়ের) ঠিক করেন

বাড়িতে প্রতিদিন অনেক লোকজন আসা যাওয়া করে । আমার বাড়িতে আমার ১৩ বছরের মেয়ে থাকায় আমি বিবাদী দলকে বলি তাহাদের বাড়িতে লোকজন জেনো নিয়ে না আসে। ইং ২৩/০৬/২০২২ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় বিবাদীদ্বয়ের
( ঠিক করেন)


আমার বাড়িতে আসিয়া উক্ত বিষয়কে কেন্দ্র করিয়া আমার চুলের মুঠি ধরিয়া বিবাদীদ্বয় আমাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি শরীরের বিভিন্ন জায়গাতে জখম করে । উক্ত সময় আমার মেয়ে আগাইয়া আসলে আমার মেয়েকে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা জখম করে এবং আমার মেয়ের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন যার মূল্য অনুমান ৪০,০০০(৪০ হাজার ) টাকা চুরি করিয়া লয় । উক্ত বিবাদিদ্বয় আমাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতির হুমকি প্রদান করে।সাক্ষী ১।শান্ত, পিতা -অজ্ঞাত ,২ । বিলকিস স্বামী -আব্দুস সালাম , ৩। সুলতানা ,স্বামী -অজ্ঞাত ,সর্ব সাং- আরজি নওগাঁ লাটা পাড়া মোড় , থানা ও জেলা নওগাঁ সহ আরো অনেকে উক্ত ঘটনার বিষয়ে অবগত আছে বিষয়টি লইয়া আত্মীয়-স্বজনের সহিত আলোচনা করিয়া থানায় অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।

অতএব , উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে জনাবের মর্জি হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *