আব্দুল কাদের, জেলা প্রতিনিধি:
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃতে অদ্য ২০ মার্চ ২০২৩ ইং তারিখ রাত ০১:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার সদর থানাধীন বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে (ক) ওয়ান শুটারগান-০২টি, (খ) কার্তুজ-০২ রাউন্ডসহ আসামী মোঃ সোহেল রানা @ শামীম (৩২), পিতা-মোঃ আজগর আলী দেওয়ান, সাং-কুমাইগাড়ী দেওয়ানপাড়া, থানা-নওগাঁ সদর, জেলা- নওগাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, সোহেল রানা একজন শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমি দখলদার। সে এলাকায় অস্ত্রবাজ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত যেন কেউ তার সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে মুখ না খুলে। সে বিভিন্ন সময়ে অসহায় মানুষের জমির কাগজপত্র জাল করে অস্ত্রের ভয় দেখিয়ে সেই জমি দখল করে নিয়েছে। এছাড়াও সে অবৈধ অস্ত্র ও পেশী শক্তির প্রভাব খাটিয়ে বাঙ্গাবাড়িয়া এলাকার বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপকে নিয়ন্ত্রণ করত। তার নামে ০৩ টি মামলা রয়েছে। র‌্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) এর একটি চৌকস আভিযানিক দল বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!