
মাহবুব আলম রানা,
নওগাঁর মহাদেবপুর মাতাজী হাটে আজ বুধবার প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায় ৷ সাধারণতদেখা যায় লেবু হালিতে বা শতে ক্রয় বিক্রয় হয় ৷
সরজমিন দেখা যায় মাতাজী হাটে পাইকারী ২০ কেজি মাত্র ১৬০ টাকা ও খুচরা লেবু প্রতি কেজি ১০ টাকা বিক্রি হতো।
হাটে আগত ৭০ বছর বয়সী এক ক্রেতা জানান তিনি তার জীবনে কোনদিন লেবু কেজি দরে বিক্রয় হতে দেখেননি৷
আসলে লেবু এত সস্তা যে কৃষক লেবু চাষে খরচের টাকা ও উঠাতে পারছেন না ৷
অনেকে যেখানে এক বা দুই হালি লেবু কিনতেন তারাও আজ হাটে দুই তিন কেজি কিনছেন ৷
লেবু বিক্রেতা সামসুল জানান তারা এই সময় সস্তায় লেবু পাচ্ছেন ৷ আর এজন্যই তারা কেজি দরে লেবু বিক্রয় করছেন।