received 658842753005939

মোঃ আব্দুর রফিক খান নওগাঁ জেলার প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ভটভটি একটি পুকুরে উল্টে যেয়ে প্রাণ গেল এক জনের। আজ শুক্রবার ১৩ই অক্টোবর সন্ধ্যায় মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজারের নিকটে এ দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর উপজেলার সফাপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে ভটভটির আরোহী জিল্লুর রহমান (৫৫) নিহত হন ও ভুটভুটির চালক একি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুলতান (২৮) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি আছেন, সেখানে থাকা তার প্রতিবেশী সাদ্দাম হোসেন মুঠোফোনে জানান তার অবস্থা আশঙ্কা জনক,

স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর থেকে ভটভটি নিয়ে তারা বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শিবগঞ্জ বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ড্রাম ট্রাককে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ভটভটিটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ভটভটিতে থাকা জিল্লুর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় সুলতানকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা পরপরি পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *