স্টাফ রিপোর্টারঃ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসবিরোধী সমাবেশে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপর ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে শেরপুরের নকলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৃতীয় তলায় এর আয়োজন করা হয়।এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা ও আঃ রশিদ সরকার, কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, সদস্য রেজাউল করিম রিপন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনক প্রমুখ।আলোচনা শেষে ২১ আগষ্টে নিহতদের স্মরণে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের পর তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!