
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে ভারড়া ইউনিয়নে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে ভারড়া উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে নাগরপুর উপজেলা আ.লীগ সদস্য ও সাবেক ভিপি মো. মোজাহিদুল ইসলাম মূসার উদ্বোধনে এই ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সাধারণ দর্শকে কানায় কানায় পরিপূর্ণ এই ফাইনাল খেলায় ‘কলিয়া যুব সংঘ ‘ ও ‘টাঙ্গাইল এক্সপ্রেস’ দুটি দল অংশগ্রহণ করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠা এই খেলা ব্যাপক দর্শক উপভোগ্য হয় এবং গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে গয়হাটা কলিয়া যুব সংঘ ক্লাব চ্যাম্পিয়ন হয়। ভারড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি সালাহউদ্দিন আল শাহীন এর সভাপতিত্বে ও গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামছুল হক এর উপস্থিতিতে উক্ত খেলার সফল সমাপ্তি হয়।