
নিজস্ব প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়ায় তপন কুমার নামে এক চানাচুর,বাদাম ও ঝাল মুড়ি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর ) বিকেলে ১০টার উপজেলার বিহারকোল এলাকায় মাঠের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তপন কুমার (৩৫) উপজেলার চংধুপইল এলাকার মৃত খিতেশ চন্দ্র চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তপন কুমার সে উপজেলার মালঞ্চি বাজারে চানাচুর, বাদাম,ঝাল মুড়ি বিক্রয় করতেন।প্রতিদিনের ন্যায় ২১ সেপ্টেম্বর (বৃহঃস্পতিবার) সন্ধ্যায় সে নিজ বাড়ি হতে মালঞ্চ বাজারে চানাচুর ও ঝাল মুড়ি বিক্রয়ের জন্য যায়, পরে আর সে বাড়িতে ফিরে আসেনা, পরে পরিবারের লোকজন ও আত্তিয় স্বজন খোঁজাখুঁজি করে না পেয়ে ২২ সেপ্টেম্বর (শুক্রবারে) থানায় সাধারণ ডায়েরি করেন। পরে উপজেলায় বিহারকোল এলাকায় মাঠের মধ্যে একটি মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা গিয়ে মরদেহ টি উদ্ধার করে ও তার পরিচয় সনাক্তর করেছে পুলিশ।