
বেল্লাল হোসেন বাবু,নাটোর :
নাটোরের সিংড়ায় অটোভ্যান চুরি করে পালানোর সময় ১ জন চোরকে অটোভ্যান সহ হাতেনাতে ধরেছে এলাকাবাসী।০১ জুন ( বুধবার )বিকেল আনুমানিক ৫.৩০ মিনিটে উপজেলার ০১ নং সুকাশ ইউনিয়নের আগমুরশ গ্রামের কলিয়া নিশাঁন মেলায় এ ঘটনা ঘটে। অটোভ্যান চোরের পরিচয় এখনো পাওয়া যায় নাই।
আগমুরশ কলিয়া নিশাঁন মেলা থেকে অটোভ্যান চুরি করে অজ্ঞাতনামা ব্যক্তি রনবাঘা বাজারের পথে যাবার সময় স্থানীয় জনগণ অটোভ্যান সহ চোর আটক হয়।পরে জনগণ মারধর করায় সে অসুস্থ হয়ে পরে। কলিয়া বাজার অফিস ঘরে অজ্ঞাতনামা চোর অচেতন অবস্থায় আছে।