বেল্লাল হোসেন বাবু, নাটোর:

নাটোরে অভিযান চালিয়ে স্কুল-কলেজের ৪৯ জন শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৮ অক্টোবর) দুপুর ২টায় শহরের বঙ্গজলে অবস্থিত নাটোর রাজবাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার অন্যতম পর্যটনকেন্দ্র নাটোর রাজবাড়ীর ভেতরে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছিল। এমন তথ্য স্থানীয়রা পুলিশ সুপারকে মোবাইল ফোনে জানায়। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

স্থানীয়রা জানান, প্রতিদিন রাজবাড়ীর ভেতরে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে এসে ঘোরাঘুরি করে। এছাড়া অনেককেই আপত্তিকর অবস্থায় দেখা যায়। যার কারণে সাধারণ দর্শনার্থীরা এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

স্থানীয়রা প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। সেই সঙ্গে মাঝেমধ্যে এরকম অভিযান পরিচালনা করার আহ্বান জানান তারা।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল‌ মতিন জানান, ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজবাড়ীতে আড্ডা দিচ্ছে এমন খবরে পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *