এই সংবাদটি মোট পড়া হয়েছে 69 অনুগ্রহ পূর্বক পোস্টটি শেয়ার করুনTwitterFacebookLike this:Like Loading... Post navigation বড় জয় দিয়ে শুরু করা ইংল্যান্ডকে রুখে দিলো যুক্তরাষ্ট্র নারায়ণগঞ্জ প্রতিবেদক মোঃ রোমান মৃধা রুবেল ব্রাজিলের বিজয়ে নারায়ণগঞ্জের প্রান পুরুষ শ্রদ্ধেয় এ কে এম শামীম ওসমান চাচার পুত্র এ কে এম অয়ন ওসমান ভাইয়ের আনন্দ উল্লাস এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জের জেলা মহানগর ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ নেতাকর্মী ও তার বন্ধুমহল। একটি গোল সেমি অটোমেটেড অফসাইড টেকনোলিজে পড়ে বাতিল করে দেয়া হলো। অবশেষে কাঙ্খিত সেই গোল এলো ৮৩তম মিনিটে। ম্যাচের মাত্র ৭ মিনিট বাকি থাকতে, ক্যাসেমিরোর পা থেকে। একটিমাত্র গোলেই ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ‘জি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইনজুরির কারণে নেইমার খেলতে পারেননি। ছিলেন না ডিফেন্ডার দানিলোও। নেইমারহীন ব্রাজিল কেমন করে সেটাই ছিল দেখার। তারওপর সুইজারল্যান্ডের বিপক্ষে অতীত ইতিহাস ভালো নয়। বিশ্বকাপে ইউরোপের এই দেশটিকে কখনো হারাতে পারেনি সেলেসাওরা। গত বিশ্বকাপেও গ্রুপ পর্বে সুইসদের সঙ্গে ড্র করেছিল ব্রাজিল।