
আমানুল্লাহ আসিফ,বিশেষ প্রতিনিধিঃ
ডাক আর ঢোলের ভাড়ী সাথে বাদ্যযন্ত্রের সুরের তালে তালে মাইক থেকে ভেসে আসা গানের সাথে তরুন-তরুনীর নাচ দিয়ে মঙ্গলবার সকালে শুরু হয় বিজয়া দশমী।পরে বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সনাতন ধর্মবালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা।এর আগে শুক্রবার ষষ্ঠী পুজার মধ্যদিয়ে সারাদেশের মতো শেরপুরের নালিতাবাড়ীর ৩৬টি পুজা মন্ডপে শুরু হয় এবছরের দুর্গাপুজার।নানা উৎসাহ ও উদ্দীপনা এবং আনন্দ উৎসবের মধ্যদিয়ে উদযাপিত হয় এবছরের দুর্গাপুজার।নানা আয়োজনে ভরে উঠে উপজেলার পুজা মন্ডপগুলোতে।অবশেষে ২৪অক্টোবর সন্ধায় ভক্তি আর ভালোবাসার মাধ্যমে বিজয়া দশমীর দিন হিন্দু ধর্মের অনুসারীরা বিদায় জানায় তাদের দেবী দুর্গাকে।
সুত্রে জানা গেছে এবছর শেরপুরের নালিতাবাড়ীতে শান্তিপুর্নভাবে উদযাপিত হয়েছে দুর্গাপুজা কোন মন্ডপেই হয়নি কোনো বিশৃঙ্খলা।অবাক দেব সেন,প্রনয় রায়,অমা রানী দেব সেন,স্বর্না রানী পাঠক,মাধবী রানী লস্কর,পার্থ চন্দ্র বিশ্বাস,লিখন রাজ,রোমা রানী,সুজন চন্দ্র শীলসহ আরো অনেকে বলেন এবছর তারা খুব সুন্দরভাবে দুর্গাপুজা উদযাপন করেছে।