
আমানুল্লাহ আসিফ,বিশেষ প্রতিনিধিঃ
মাদকাসক্তি ও মোবাইলে জুয়া থেকে যুবসমাজকে বিরত রাখতে মাঠে খেলার বিকল্প নেই।এরই বাস্তবায়নে ১৬টি দলের অংশগ্রহনে ফুটবল টুনার্মেন্টের আয়োজন করেছে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার যুবসমাজ।উপজেলার ৯নং মরিচপুড়ান ইউনিয়নের মরিচপুড়ান গ্রামের নালিতাবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এ আয়োজন করা হয়।৮ সেপ্টেম্বর শুক্রবার এই টুনার্মেন্টের একটি ম্যাচে শেরপুর সদর উপজেলার ঝগড়ার চর স্পোটিং ক্লাবের মুখোমুখি হয় নকলা উপজেলার বেনীর গোপ বেকার সংঘ স্পোটিং ক্লাব।৯০মিনিট খেলা চলাকালীন কোন দলই গোলের জালে বল ঢুকাতে পারেনি।অবশেষে পেনাল্টির নাটকীয়তায় ঝগড়ার চর স্পোটিং ক্লাবকে ০৫-০৩ গোলে পরাজিত করে বেনীর গোপ বেকার সংঘ স্পোটিং ক্লাব।
খেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতূবূন্দ ও শত শত সাধারন দর্শক উপস্থিত ছিলেন।