
ঢাকা বিশ্ববিদ্যলয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের গুলি-বর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদে নাসিরনগর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি রবিবার সকাল ১১ টায় নাসিরনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা প্রশাসনিক এলাকা প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ হয়ে কলেজ মোড় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
বিপরীতে, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বহিরাগতদের হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহে বেলা ১২ টা থেকে কয়েকদফা মিছিল করেছে নাসিরনগর উপজেলা শাখা ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।