
নাসিরনগরে জমকালো আয়োজনের মাধ্যমে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে জনপ্রিয় দৈনিক যায়যায়দিনের ১৭ বর্ষে পদার্পণ উপলক্ষে ৮ই জুন বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায়, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি সুজিত চক্রবর্তী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, গৌড় মন্দির কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা কাজল দত্ত।
এছাড়াও বিশিষ্ট সাংবাদিক মুরাদ মৃধা, মনির হোসেন ও বরুণ সরকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।