
নীলফামারী মেডিকেল কলেজে আগামী এক বছরের জন্য ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ১৪ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভাপতি হাসান মো: আনোয়ার ইব্রাহীম ও সাধারণ সম্পাদক মির্জা মো: মোস্তফা জামান বুলবুল।
নীলফামারী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি হয়েছেন ২০১৮-১৯ সেশনের হাসান মো: আনোয়ার ইব্রাহীম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২১-২২ সেশনের মির্জা মো: মোস্তফা জামান বুলবুল।
নীলফামারী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি হাসান মো: আনোয়ার ইব্রাহীম বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কেন্দ্রীয় নেতাদের প্রতি যারা প্রতিনিয়ত নীলফামারী মেডিকেল কলেজ ছাত্রলীগের প্রতি সুনজর রেখেছেন। আশা রাখছি, দ্রুততম সময়ের মধ্যেই এই ইউনিটের পূর্ণাঙ্গ একটি কমিটি চলে আসবে। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার হাতকে গতিশীল করতে নীলফামারী মেডিকেল কলেজ ছাত্রলীগ একযোগে কাজ করে যাবে।