
কবি শাহজাদা রিদওয়ান 
মনে পড়ে আজও সেদিনের দেখা
সূর্যের হলুদ বর্ণটা আমাকে গ্রাস করে,
আমার অবয়বে মিশে যাওয়া
আদরে বড় হওয়া বৃক্ষেরা সাক্ষী
আমি মুগ্ধ হয়েছিলাম ঐ সখ্যতায়।
উষ্ণ রশ্মি আমাকে টেনেছে স্বচ্ছ মাঠে,
ব্যর্থতার লাইন পাঠ করতে হয়েছে উষ্ণ রশ্মির,
আমার অস্তিত্ব খুঁজে পেয়েছি নীল দিঘির পাড়ে,
সূর্যের হলুদ আলোটা এখন ক্ষীণ,
তাও আবার অনেক দূরে।
আমার চোখ দুটি ছানাবড়া হল
প্রিয় আলোটাকে দেখে,
কাদম্বিনীর কালো সাঁজের মায়ার যাদু
সূর্যের হলুদ বর্ণটাকে ক্রমে ক্রমে গ্রাস করছে,
যেই আলোতে আমি আলোকিত হতে চেয়েছিলাম।
এ যাদু থেকে মুক্ত করার শপথ করছে
ঐ নীল পুকুর পাড়ে খুঁজে পাওয়া আমার দূর্বল অস্তিত্ব।