
ফেনী জেলার দাগনভূঁঞা থানা পুলিশের অভিযানে ৩০
বোতল ফেন্সিডিল ও ৩০ বোতল বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ-
ফেনী জেলার দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান ইমামের বিশেষ দিক নির্দেশনা ও সার্বিক তৎপরাতায় উদ্ধার হলো ৩০ বোতল ফেন্সিডিল ও ৩০ বোতল বিয়ার
ইংরেজী ১৫/০৬/২০২২ইং তারিখ বিকাল ১৫.৪০ ঘটিকার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঁঞা থানাধীন ৮নং জায়লস্কর ইউপির উত্তর জায়লস্কর সাকিনস্থ উত্তর জায়লস্কর রাস্তার মাথায় ফেনী টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর হইতে মোঃ কিরন(২৭), পিতা-আব্দুল কাদের, মাতা-নিলুফা আক্তার ,স্থায়ী: গ্রাম- আশ্রাফপুর (ডাকঘর- সুবার বাজার ), থানা-পরশুরাম, জেলা -ফেনীকে ৩০ বোতল ফেন্সিডিল ও ৩০ বোতল বিয়ারসহ গ্রেফতার করে দাগনভূঁঞা থানা পুলিশ।
এই সংক্রান্তে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করিয়া তাহাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।