
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
চাটখিল উপজেলার খিলপাড়া বড় পোলের পশ্চিমে বাইকের নিচে চাপা পড়ে আবুল বাশার বসু (৫৫) নিহত হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে এই দুর্ঘটনায় ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খিলপাড়া হাইস্কুলের ছাত্র ও খিলপাড়া গ্রামের রনজিৎ এর ছেলের রিমন (১৫) বেপরোয়া গতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় আবুল বাসার বসু বাইকের নিচে চাপা পড়ে।
স্থানীয় লোকজন বসুকে উদ্ধার করে খিলপাড়া ওয়াব তৈয়বা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবুল বাসার বসু খিলপাড়া ইউনিয়নের খিড়িহাটি গ্রামের মৃত মহরম আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মানুসিক রোগে আক্রান্ত ছিলেন।
খিলপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রিমন কে গ্রেফতারের চেষ্টা চলছে।