
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
নোয়াখালীর সোনাইমুড়ি থানার পুলিশ খুব গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে এক অভিযান চালিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে ২০ কেজি গাঁজা জব্দ করে।
এর আগে গত রোববার রাতে ৮০ পিছ ইয়াবা সহ মোঃ অহিদ রহমান (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে সোনাইমুড়ির চাষীরহাট থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ঐ মাদক ব্যবসায়ী কুমিল্লার নাঙ্গলকোটের আদরা দক্ষিণ ইউনিয়নের ভোলাইন গ্রামের মোঃ আবুল খায়েরের ছেলে।
সোনাইমুড়ি থানার ওসি মোঃ হারুন অর রশিদ জানান,
গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং সোমবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে জব্দকৃত গাঁজার বিষয়ে সোনাইমুড়ী থানায় জিডি হয়েছে, জিডি নং- ১৫৬৪।