
কলমেঃ শাহনাজ পারভীন
ফ্রেশ বুকের বাতাসে
পড়ালেখা আকাশে
বই নিলে হাতে,
বসেনা মন পাঠে
মাথায় হাত উঠে।
খাতা কলম নিয়ে
লিখবে কি ভাবে,
হাত যে আর চলেনা।
কোরনার প্রভাব পড়ে
মাথা থেকে সব নিল কেড়ে।
পরিক্ষা হবে না
কতো কিছু বায়না,
শিক্ষা মন্ত্রীর ঘোষণা
অটোপাশ হবে না।