

মোঃ সৈকত হোসেন
নওগাঁ জেলা প্রতিনীধি
২৬ অক্টোবর ২০২৩ নওগাঁ জেলার পত্নীতলায় জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের পুষ্টি উজ্জীবকদের মাঝে ব্লাড প্রেসার মেশিন বিতরণ করা হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট গ্লোবাল এলায়েন্স ফর সাসটেইনেবল নিউট্রিশন উদ্যোগ উপজেলার ১১ টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। প্রত্যেক ইউনিয়নে তিনজন করে ৩৩ জন পুষ্টি উজ্জীবক এবং ৬ জন ইউনিয়ন সমন্বয়কারী নিবিড় ভাবে কার্যক্রম পরিচালনা করছেন। তারা মাদারস ক্লাব পরিচালনা, গ্রাম উন্নয়ন দলের সাথে সভা পরিচালনা, স্যানিটেশন ও পুষ্টি বিষয়ক প্রচারাভিযান পরিচালনাসহ প্রায় ১৩০০ গর্ভবতী নারী এবং ৪৪৫ জন পাঁচ বছরের কম বয়সী অপুষ্ঠ শিশুকে বহু উপাদানযুক্ত অনুপুষ্টি বা এমএমএস প্রদান করছে। মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে গর্ভবতী এবং বয়স্ক নাগরিকদের চাহিদার ভিত্তিতে গ্রাম উন্নয়ন দলের পার্টনারশিপে দি হাঙ্গার প্রজেক্ট পত্নীতলা অফিস ১৮টি ব্লাড প্রেসার মাপার মেশিন প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও দিনব্যাপী পরিচালিত ফলোআপ কর্মসূচির অংশ হিসেবে তিনজন পুষ্টি উজ্জীবক তৌফিকা ইয়াসমিন, মৌসুমী খাতুন এবং ইরিনা খাতুন হাতে-কলমে বিপি মাপার প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় পুষ্টি উজ্জীবক তৌফিকা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী মিজানুর রহমান, আসির উদ্দিন প্রমুখ।