
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
: ‘
‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” এই শ্লোগানকে সাথে নিয়ে পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা । স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠান গত ২৫ জুন শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে থানার মোড় প্রদক্ষীন করে উপজেলা পরিষদের সামনে শেষ হয় । উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইচ চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম,মহিলা বিষয়ক অধিদপ্তরের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।