
পরকীয়া
শামীমা আক্তার
পর স্ত্রী, পর স্বামীর দিকে
কুনজর দেওয়া
তার নাম হলো পরকীয়া!
বর্তমান সমাজের
ঘাতক ব্যাধি
যার কোনো নাই ওষুধি।
এই ঘাতক ব্যাধির তাই
করতে হবে প্রতিরোধ
করতে হবে প্রতিকার
সমাজ থেকে দূর করতে হবে
পরকীয়া নামের অনাচার।
পরকীয়া ঘাতক ব্যাধি
করছে সমাজটাকে নষ্ট
এর কারণে মানুষের জীবনে বেড়ে চলেছে কষ্ট।
কত সংসার হচ্ছে ধ্বংস
কত জীবন হচ্ছে নিঃশেষ
কত শিশুর ভবিষ্যৎ হচ্ছে নষ্ট, জীবন হচ্ছে শেষ।
পরকীয়া শুধু অপরাধ নয়
মস্তবড় পাপ
পরকীয়া সমাজের জন্য
এক চরম অভিশাপ।
তাই নারী – পুরুষ সকলের
হতে হবে সাবধান
ধর্মীয় অনুশাসন মেনে
চলতে হবে
করতে হবে চরিত্র সংশোধন।
নিজেকে রাখতে হবে সংযত
চরিত্র রাখতে হবে পবিত্র।
স্ত্রী বা স্বামীর বিশ্বাসের
মর্যাদা রাখতে হবে
থাকতে হবে সৎ
তাহলেই পরকীয়া হবে বন্ধ
সুন্দর হবে জগৎ।
সবার কাছে করজোড়ে
অনুরোধ করি
আসুন সবাই মিলে
পরকীয়া মুক্ত সুন্দর সমাজ গড়ি।