পাটগ্রাম(লালমনিরহাট)
প্রতিনিধিঃ


ডাঃ কালী প্রসাদ সরকার কর্তৃক
পাটগ্রাম উপজেলাধীন জগতবেড় এলাকার দরিদ্র রিক্সা চালক লিটন মিয়ার স্কুল পড়ুয়া ছোট্ট শিশু মিরাজ ভুল চিকিৎসার শিকার এমন অভিযোগের প্রেক্ষিতে তথ্য পরিবেশন করায় সাংবাদিক কামরান হাবিব এর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা গতকাল সোমবার চৌরঙ্গী মোড়ে সকালে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।তারা বলেন অভিযোগের ভিত্তিতে একজন সংবাদকর্মী তথ্য তুলে ধরতে পারে এটা দোষের কিছু নয়। এছাড়াও তিনি একজন পেশাদার গগণমাধ্যম কর্মী। তারা বলেন সাংবাদিক কামরান হাবিব একজন ব্যবসায়ী ও দানবীর। তিনি সর্বোদায় অপরাধের বিরুদ্ধে এবং মানুষের কল্যাণে কাজ করেন। তার বিরুদ্ধে এমন মিথ্যা বানোয়াট ও সাজানো মামলা নিন্দনীয় ও দুঃখজনক।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুর রহমান বাবুলের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুস আলী, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সাফিউল ইসলাম প্রধান, পাটগ্রাম মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাংবাদিক আব্দুল মান্নান, এস আই সবুজ, মোমিন খান, এবি সিদ্দিক, দোহা ও মিনহাজ সহ অনেকেই।
উল্লেখ্য বিজিবির সোর্সম্যান কর্তৃক সাংবাদিক দোহাকে হত্যাচেষ্টা এবং সাংবাদিকদের বিরুদ্ধে বিজিবি কর্তৃক মিথ্যা ও সাজানো অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভায় নিন্দা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *