img 20231011 wa0002

মোঃ ইলিয়াস শাহ

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মুজিবুর রহমানের (৭০) জানাজার নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়। প্রথম জানাজার নামাজ ১১ অক্টোবর বুধবার ধানুয়া কামালপুর হাইস্কুল মাঠে দুপুর দুই ঘটিকায় এবং দ্বিতীয় জানাজার নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা প্রশাসনের উপস্থিতিতে মরহুমের নিজ গ্রামের বাড়ি ধানুয়াতে বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব অহনা জিন্নাত, জনাব আতাউর রাব্বি, সহকারী কমিশনার (ভূমি) বকশীগঞ্জ উপজেলা। আরও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। বীর মুক্তিযোদ্ধা জনাব মফিজ উদ্দিন, সাবেক কমান্ডার বকশীগঞ্জ। বীর মুক্তিযোদ্ধা জনাব মজিবর রহমান কমান্ডার, ধানুয়া কামালপুর ইউনিয়ন। জনাব মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ। জনাব মোঃ মেসবাহ উল হক তুহিন, সহকারী প্রধান শিক্ষক, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়। জনাব জে,কে সেলিম চেয়ারম্যান, পার রাম রাম পুর ইউনিয়ন পরিষদ।জনাব মনিরুল ইসলাম মিলন, সাবেক ইউপি সদস্য। জনাব জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য ।জনাব, মোর্শেদ আলী, ইউপি সদস্য ধানুয়া ০১নং ওয়ার্ড। জনাব মোতালেব, ইউপি সদস্য ধানুয়া ০২নং ওয়ার্ড। মরহুমের জানাযায় বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সহ বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন। যানা যায় গত ১০ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হলে ১:৩০মিনিটে টাঙ্গাইলে একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন, তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভোগছিলেন তার মৃত্যুকালে এক স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোঃ ইলিয়াস শাহ,
দৈনিক সোনালী সময়
বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *