
শফিকুল ইসলাম স্বাধীন।
বিশেষ প্রতিনিধি
৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের ২টি পূজা মন্ডপ, ৯নং ওয়ার্ড
রসুলপুর ও ৮নং ওয়ার্ড জামলাবাজ,
শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের
শারদীয় দুর্গাপুজা পরিদর্শন ও নগদ আর্থিক সহযোগিতা করেন।
(২১ই অক্টোবর) শনিবার পুজা পরিদর্শনসহ দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে
৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলী বলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির অনুকরণীয় ঐতিহ্যে সমৃদ্ধ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এখানে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষদের ধর্মীয় উৎসবের আনন্দ উপভোগ করে।
একে অন্যের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে দেয়। যুগযুগ ধরে চলে আসা সম্প্রীতি এ-ই বন্ধন অনাদিকাল অটুট থাকুক,সেটাই প্রত্যাশা।
তিনি আরো বলেন, সনাতন ধর্ম মতে অশুভ শক্তি বিনাশ এবং দেব শক্তির উন্মেশ ঘটানোর উদ্দেশ্যেই দুর্গাপূজার আয়োজন।
সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ এই দূর্গা উৎসব। এই উৎসব সকল মানুষের মধ্যে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। পুজা ধর্মীয়গাম্ভীর্যে এবং সুচারু রূপে পালিত হোক, পরিনত হোক সার্বজনীন এক ধর্মীয় মেলবন্ধনে। পরিশেষে সুনামগঞ্জ জেলাসহ শারদীয় দুর্গাপুজা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
৯নং ওয়ার্ড রসুলপুর সুজা মন্ডপ সভাপতি রণ রঞ্জ চৌধুরী বলেন, চেয়ারম্যান সাহেব উনি একজন উদার মনের মানুষ এবং আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন এতে আমরা অত্যন্ত আনন্দিত।