
গত ৪ মে দ্যা পিপলস নিউজ ২৪ ডট .কম একটি অনলাইন নিউজ পোর্টালে ‘ যুবলীগ নেতার হাত পা ভেঙ্গে দিবেন ইউপি চেয়ারম্যান এই শিরোনাম প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন চেয়ারম্যান আব্দুল খালেক তিনি বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।মো. আব্দুল মতিন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলো না সে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমার বিপক্ষে দারিয়ে ৪ ভোট পায় এবং আমি নৌকায়া পাওয়ায় সে ঘোড়া মার্কা বিদ্রোহী প্রার্থী হয় । সে তালম ইউনিয়ন মিলে ৪০০ ভোট পায় আমাকে নিয়ে একটি মহল তালম ইউনিয়নে ষড়যন্ত করছে।
তিনি আরোও বলেন, এবং সেই ষড়যন্ত অস্বীদার মো. আব্দুল মতিন এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাথে আছে যিনি এই ধরনের বক্ত পেপারে দিয়েছেন। এটা মিথ্যা এবং বানোয়াট ভিওিহীন নিউজ এধরনের ঘটনা রাণীরহাটে বাজারে ঘটে নাই এই ধরনের সত্যতা ওসি স্যার পুলিশ পাঠিয়ে ছিলো কোনো সত্যতা পায়নি। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যুবলীগ নেতার হাত পা ভেঙ্গে দিবেন ইউপি চেয়ারম্যান প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া।
প্রতিবাদকারী
মোঃ আব্দুল খালেক
১নং তালম ইউনিয়ন আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান
০৯-০৬-২০২২