বিস্তারিত ডেক্স রিপোর্ট

বন্দর নগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মুরাদ নগর প্রকাশ (মিদ্দা পাড়া) এশাটিক কটন মিলের ভেতর উত্তর-পশ্চিম সাইটে চলে প্রকাশ্যে মাদক ব্যবসা।

বায়েজিদ বোস্তামি থানার অন্তর্গত মুরাদ নগর( প্রকাশ মিদ্দা পাড়া) আমিন জুট মিল উত্তর গেইট এশাটিক কটন মিলের ভেতর আগের পুরানো শ্রমিদের নাটক যাত্রা মঞ্চ ক্লাব ঘর ছিল। এখন সে ঘরে চলছে প্রকাশ্য জমজমাট মাদক ব্যবসা। উক্ত মাদক ব্যবসার নেতৃত্ব দিচ্ছে হারুন ভাণ্ডারি। প্রতিদিন ভোর থেকে শুরু করে রাত বারটা একটা পর্যন্ত চলে মাদক ব্যবসা। তাদের রয়েছে মাদক আনার জন্য মহিলা বাহিনী। এদের কে ধরার মতো কেউ নেই। পুলিশ নিরব কারণ পুলিশেরা টের পেলে তারা হ’য়ে যায় কেউ মাইজভান্ডারের ভক্ত ভাণ্ডারি আবার কেউ বা হয়ে যায় আমানোতশা বাবা জানানের মুরিদ।

গোপন সূত্রে জানা যায়, কখনো কখনো পুলিশের চোখ ফাকি দিয়ে আবার কখনো পুলিশকে মোটা অংকের ঘোষ দিয়ে
তারা প্রতিদিন করে লক্ষ লক্ষ টাকার মাদক ব্যবসা। জানা যায় যে এই হারন অনেক মামলার আসামি তার রয়েছে এক বিশাল কিশোর গ্যাং। কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয় তার ছেলেরা । তার ছেলেদের ভয়ে এলাকায় মানুষ মুখ খুলে কিছু বলতে পারে না। যদি কিছু বলে তাহলে তো রাতে বাসায় হামলা করবে আরো জানা যায় যে এশাটিক কটন মিলের ভিতর প্রতিদিন রাতে ও দিনে একটা না একটা ঘঠনা হবে ওই ঘটনার মূল নায়েক হচ্ছে হারুন এবং তার ছেলেরা। হারুনের ছেলেদের নেতৃত্বে চলে কিশোর গ্যাং এশাটিক কটন মিলের ভেতর দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করে। মানুষ যাবার সময় একটু কথা আছে বলে দাঁড় করিয়ে তাদের মোবাইল টাকা পয়সা গুলো নিয়ে মাইর অপমান করে দেয়। দিয়ে দেই বিভিন্ন রকমের হুমকি। যদি কাউকে কিছু বলেদিবি তাহলে কিশোর গ্যাংয়ের হাতে থাকা কিছু বাদক দিযে পুলিশের ভয় দেখায় তাদের হাতে সাধারণ মানুষ জিম্মি রাতে অস্ত্রের ভয় দেখায়।টাকা পয়সা যা পাবে নিযে কিল গুশি মেরে বাহির করে দেয় তাই অত্র এলাকার সাধারণ জনগণ এর তদন্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষুদ্রত্ন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানা অনর্থ এলাকার যুবসমাজ ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আমরা এর প্রতিরোধ চাই প্রচারে অত্র এলাকার সাধারণ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *