received 1702973520225313

অলক তালুকদার, বিভাগীয় প্রধান, সিলেট।
বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গা পুজার। আজ সনাতনী ভক্তরা দুঃখ ভারাক্রান্ত মনে বিদায় জানাল দুর্গা মাকে।২০ অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার। এদিন ষষ্ঠী পূজা করা হয়।প্রতি বছর জমজমাট ভাবে আয়োজন করা হয় শারদীয় দুর্গা পুজার
।সনাতনী ভক্তরা অপেক্ষায় থাকে একটা বছর মায়ের আগমনের।এবছর মায়ের আগমন এবং গমন জয় ঘোটকে করে।এতে করে পৃথিবী শস্যময় হবে বলে আশা করেন ভক্তরা।তারা আরও বিশ্বাস করেন মা দুর্গা তার দশভুজা শক্তি দিয়ে সব কালো শক্তিকে পরাজিত করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে যাবেন সকল মানুষের জন্য। বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত নারীরা সিদুর দানের মধ্য দিয়ে মাকে বিদায় জানান।উপস্থিত সবাই আগামী বছর আবারও মায়ের আগমনের অপেক্ষায় অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *