
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
কুমিল্লা সদরের ধনুয়াখলা পশ্চিম পাড়ার সৌদি আরব প্রবাসী মোঃ আবুল কালাম।
হতভাগ্য এক প্রবাসী বহুদিন পর বাড়িতে এলেন ঠিকই তবে প্রাণহীন দেহে।
দেশে আসার জন্য বিমানে উঠেছিলেন জীবিত কিন্তু বিমানবন্দরে নামলেন মৃত!।
সৌদী প্রবাসী মোঃ আবুল কালাম গতকাল ৮জুন বূধবার বিকাল ৩টায় সৌদী আরব থেকে দেশে আসার সময় উড্ডয়নরত বিমানের ভেতরেই ইন্তেকাল করেন
( ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন।)
আজ মরোদেহ বাড়ি নিয়ে এলে প্রবাসী আবুল কালামের বাড়িতে চলেছে শোকের মাতম।