স্টাফ রিপোর্টার।।

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের ভূমিকা অপরিসীম। আর তাই এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত পরিবেশবাদী প্রজেক্ট এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে সাগর পাড় এলাকার গাছে গাছে হাড়ি দিয়ে স্থায়ী পাখির বাসা নির্মাণের মতো ব‍্যতিক্রমী একটি কার্যক্রম পরিচালিত হয়।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ও এশিয়ান গ্রীন বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক উৎপল কুমার দাশ এর ব‍্যবস্থাপনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এই সময় এশিয়ান গ্রীন বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক উৎপল কুমার দাশ বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে পাখিদের সংখ্যা কমে যাচ্ছে এমনকি শহরে পাখি দেখা যায় না বললেই চলে। এমন পরিস্থিতিতে পাখিদের স্থায়ীভাবে বসবাসের জন্য গাছে হাঁড়ি দিয়ে বাসা নির্মাণের উদ্যোগ গ্রহণ করছি।
তিনি আরও বলেন আমাদের এই কার্যক্রম সবসময় অব‍্যাহত থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের অর্থ সচিব মোঃ হাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *