
রবিউল আউয়াল, স্টাফ রিপোটার
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শোভা বর্ধন করছে একটি ঐতিহ্যবাহী পুকুর যা লোকমুখে গঙ্গাহার পুকুর নামে পরিচিত।
প্রায় ১৩ বিঘা জায়গা জুড়ে এই গঙ্গাহার পুকুরের জলকর বিস্তৃত। আর পুকুরের চারপাশে আছে বিভিন্ন গাছপালা ও সবুজ ফসলের মাঠ। এক পাশ দিয়ে দেখা যায় ফসলের মাঠের বুক চিরে চলে গেছে রেল লাইন। এখানে প্রতিনিয়ত দর্শনার্থীদের আসা যাওয়া চোখে পড়ার মতো। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আসেন বনভোজনের জন্য। সারাদিন আনন্দ উল্লাস করে মনের প্রশান্তি নিয়ে বাড়ি ফিরে।
গ্রামের লোকজনেরা প্রতিনিয়ত এই পুকুর পাড়ে গিয়ে ক্লান্ত মনের প্রশান্তি অনুভব করে। মাঠে কাজ করে কৃষকেরা রোদে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয় পুকুর পাড়ের পাশের গাছের ছায়ায়।
দুর থেকে আসা দর্শনার্থীরা বলেন জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দেখে মন ভরে যায় তাই মাঝে মাঝে প্রকৃতিক সৌন্দর্যের টানে ইট পাথরের শহর থেকে গ্রামে আসি। মাটি ও মানুষের কাছে আসার জন্য একটি জায়গা সত্যিই বিরল।