
“”” প্রিয় বাংলাদেশ”””
ফজিলা খাতুন
বাংলা মাগো,
বুঝিনি তোমার আগে কদর
তোমার কথা এত সরল
মিষ্টি কণ্ঠে শুনতে নরম।
যখন ছেড়েছি তোমার বুক
ফেলে এসেছি সকল সুখ।
প্রিয় বাংলাদেশ,
তোমায় আগে বুঝিনি
তোমার বুকে পরম শান্তি
তোমার বুকে শান্তির নীড়।
বুঝবেনা কেউ বুঝবে শুধু
সকল প্রবাসী।
বলতে চাই তোমার কথা
বোঝেনা কেউ আমার ভাষা।
দেখেছি তোমার প্রথম আলো
কেমনে তোমায় ভুলবো বলো।
দেহ আমার দিয়েছি বিলিয়ে
আত্মা মিশে তোমার বুকে।
ফিরে যেতে চাই তোমার মাঝে
করো আপন নতুন করে।
তোমার নিশ্বাসে বাঁচতে চাই
দিওনা ফেলে দিও ঠাই।
প্রিয় বাংলাদেশ,
সবুজে ভরা তোমার প্রকৃতি
দেখেই আমি নয়ন জুড়িয়েছি।
পাখির কণ্ঠে শুনেছি গান
ওগো বাংলাদেশ,
তুমি আমার প্রাণ।