
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বাহিনীর ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে বোরহানউদ্দিন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অনেককে ফিলিস্তিনির পতাকা হাতে দেখা গেছে। সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড ও হাওলাদার মার্কেট এলাকার মুসল্লীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমাথায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশ থেকে অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সভা শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ডাইবেশন মসজিদের ইমাম মাওলানা মোঃ জোবায়ের হোসেন।
বোরহানউদ্দিন প্রতিনিধি ছোবাহান হাওলাদার
১৬-১০-২৩