
ফেনী জেলা সদর থানা সুলতান পুর (লাল মোহন বাড়ি) রাখাল চন্দ্র দাস ও পূর্ণিমা রানী দাস এর সন্তান জয় চন্দ্র দাস (২৪) গত ১৩ মার্চ স্থানীয় তিন জনকে স্বাক্ষী রেখে আদালতের অনুমতি ক্রমে স্ব-ইচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে,বর্তমানে তার নাম সাইফুল ইসলাম নাম করণ করা হয়েছে।
তিনি অ্যাডভোকেট স্বাক্ষরিত হলফ নামায় জানান তিনি জন্মসূত্রে হিন্দু পরিবারে সন্তান হলেও ছোট বেলা থেকে মুসলমান ও ইসলামের প্রতি তার ছিল দূর্বলতা,,
এবং এই দূর্বলতা থেকেই ভালোবাসা আর ভালোবাসা থেকে তিনি স্ব-জ্ঞানে স্ব-ইচ্ছায় ধর্মান্তরিত হয়ে ইসলাম কবুল করেছেন।
এই সময় তাকে কালিমা পড়ায় স্থানীয় মসজিদের খতিব মাওলানা সুলতান আহমদে।
উক্ত হলফ নামার ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সে প্রকাশ করে মুসলমানদের কাছে দোয় চেয়েছে।