একজন ভুয়া ডাক্তার যিনি এমবিবিএস পাস না করেই নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেন, বিএমডিসি সনদ না থাকলেও মানুষকে সার্জারি চিকিৎসা করেন। যার এহেন কাজে সাধারণ মানুষ দীর্ঘদিন ভুক্তভোগী। এমন সংবাদের ভিত্তিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় লিখন বনিক, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, ফেনী সদর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের মহিপাল চৌধুরী বাড়ি এলাকায় ভুঁইয়া মেমোরিয়াল পাইলস ও পলিপস চিকিৎসালয় লি: নামের প্রতিষ্ঠানে মো: আনোয়ার হোসেন ভুঁইয়া নামে এই প্রতারককে আটক করা হয়েছে। মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ লঙ্ঘনের অপরাধে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় ডা: এস এস আর মাসুদ রানা, Uhfpo Feni Sadar এবং ডা: যুবায়ের ইবনে খায়ের উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। এছাড়া, ফেনী মডেল থানার পুলিশ সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *