
৪০০ গ্রাম গাঁজা সহ এক জনকে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ।
ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় জনাব নাদিয়া ফারজানা অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) এর সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এসআই-মোঃ মোতাব্বির হোসেন,এএসআই-মোঃ আবুল কালাম,এএসআই- সামছুদ্দোহা রাসেল ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২২/০৬/২০২২ ইং তারিখ ১২ঃ৩০ ঘটিকার ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন পাঠাননগর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নুরুল আমীন উপদেষ্টা(৬১),
পিতা- মৃত দলিলের রহমান,
মাতা- মৃত রহিমের নেছা,
সাং-পাঠাননগর,থানা-ছাগলনাইয়া,
জেলা- ফেনী
কে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে ছাগলনাইয়া থানায় মামলা রুজু করা হয়।