
৭০০০(সাত হাজার) পিস TAPENTADOL TABLETS সহ এক জনকে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ।
ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় জনাব নাদিয়া ফারজানা অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) এর সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এসআই-মোঃ মোতাব্বির হোসেন,এএসআই-মোঃ আবুল কালাম ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৮/০৬/২০২২ ইং তারিখ ২৩ঃ৩০ ঘটিকার ফেনী সদর মডেল থানাধীন চাড়ীপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আল মামুন(৩০),
পিতা- মৃত আবু নাছের,
মাতা- লায়লা বেগম,
সাং- ক্লার্ক(বাবুলের বাড়ি),থানা-চরজব্বর
জেলা- নোয়াখালী এ/পি- ৬৮৫/চাড়ীপুর(জামাল উদ্দিন মৃধা বাড়ি)
কে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ৭০০০(সাত হাজার) পিস TAPENTADOL TABLETS উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে ফেনী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।