
ফেনী জেলার ফেনী সদর মডেল থানায় অভিযোগের ০৬ ঘন্টার মধ্যে হারানো ভিকটিম উদ্ধার করলো ফেনী মডেল থানা পুলিশ।
ফারহানা ইসলাম (১২) গত ২ফেনী৬/০৬/২২ইং তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় ফেনী মডেল থানাধীন তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসা হইতে ছুটি শেষ হওয়ার পর বাহির হইয়া নিখোজ হয়। বিকাল ০৫.২০ ঘটিকার ফেনী মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে এসআই (নি:) নারায়ন চন্দ্র দাশ সংগীয় ফোর্স সহ সিসি ক্যামেরা ফুটেজ চেক করে জানতে পারেন যে, ভিকটিম ফারহানা ইসলাম (১২) বসুরহাট-চট্রগ্রামের সুচনা পরিবহন (গাড়ী নং-৭৬৫) একটি লোকাল বাসে করিয়া চট্রগ্রামের দিকে চলে যায়।
ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক তত্ত্বাবধানে ফেনী মডেল থানার এসআই (নি:) নারায়ন চন্দ্র দাশ, এসআই মো: মশিউর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ ২৬/০৬/২০২২ইং তারিখ রাত ১১.২০ ঘটিকার সময় চট্রগ্রাম ডাবলমুড়িং থানা এলাকা হতে ভিকটিম ফারহানা ইসলাম (১২)’কে উদ্ধার করেন।