মো:রিপন হাওলাদার
স্টাফ রিপোর্টার (বেতাগী-বরগুনা)


ঢাকাস্থ বেতাগী প্রগতি ফোরমের উদ্যোগে বেতাগী পৌরসভার সহয়োগিতা দিনব্যাপি ফ্রি হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বেতাগী পৌরসভা মিলনায়তনে আয়োজিত হৃদরোগ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী। বেতাগী পৌরসভার মেযর আলহাজ্ব এবিএম গোলাম কবির’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বেতাগী প্রগতি ফোরমের সাধারণ সম্পাদক ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত সচিব খান মো. রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন, ঢাকাস্থ বেতাগী প্রগতি ফোরমের সভাপতি আলহাজ্ব গোলাম কুদ্দুস, সাবেক যুগ্ন সচিব আহমেদ সোবহান, বিগ্রেডিয়ার (অব.) মাহবুবুর রহমান, মেজর (অব.) নাজমুল আহসান রিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু ও পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। পরে ফ্রি হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ সহাকারী অধ্যাপক ডা. কাজী নজরুল ইসলাম, ডা. মিনহাজ রাশেদুর রহমান, ডা. কাজী আবুল ফজল ফেরদৌস, ডা. আশ্রাফুল ইসলাম, ডা. এবিএম ইমাম হোসেন। এ চিকিৎসা ক্যাম্পে স্থানীয় সমস্বকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবীন্দ্রনাধ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *