
খালেদ হাসানঃ
বগুড়া জেলার শেরপুর উপজেলায় ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ যুবক কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত ১২:৩০ মিনিটের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার সীমাবাড়ী গ্রামের চামড়া গোদামের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুইজন হলেন, ৩২ বছর বয়সী মুন্সিগন্জ জেলার গজারিয়া উপজেলার মৃত জালাল উদ্দিনের ছেলে মোঃ রুবেল ও ৩৩ বছর বয়সী নারায়ণগঞ্জ সদর উপজেলার মিজমিজি পূর্বপাড়া এলাকার মোঃ আমিনুল হকের ছেলে মোঃ আরিফ শেখ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক বিরোধী মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত-সহ বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ বগুড়া পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।