
বগুড়া ডিবির মাদক বিরোধী অভিযানে ২০০(দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম অদ্য ইং ২০/০৬/২০২২ খ্রিঃ ০৬.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন সাতমাথা নামক স্থানের সপ্তপদি মার্কেটের পূর্ব পাশে রাস্তার উপর নারায়নগঞ্জ হইতে লালমনিরহাটগামী পিংকি পরিবহনের সিট নং-G-3, G-4 ও H-4 হইতে ২০০(দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ সহ আসামী ১। মোঃ শাহাদৎ হোসেন ওরফে রনি(৩৫), পিতা-মৃত আবুল হোসেন ওরফে আবুল ভান্ডারী খাঁন, ২। মোঃ ইমরান হোসেন(৩১), পিতা-মৃত আব্দুর রব ও ৩। মোঃ আব্বাস আলী(৪৮), পিতা-মৃত ছমছু, সকলের সাং-মিজমিজি(পাগলাবাড়ী), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জগণদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে ।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ ইমরান হোসেন(৩১) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৩টি মামলা রহিয়াছে।
- সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।