
বগুড়া ডিবির মাদক বিরোধী অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম অদ্য ইং ২২/০৬/২০২২ খ্রিঃ ১৮.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন বাদুরতলা হইতে টিনপট্টি গামী রাস্তা দক্ষিণ কাটনারপাড়া প্রেসপট্টি রুবি প্রিন্টিং প্রেস এর সামনে পাকা রাস্তার উপর হইতে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ সহ আসামী ১। মোঃ রফিকুল ইসলাম(২৭), পিতা- মোঃ তোতা মিয়া, সাং- বাঘোপাড়া দক্ষিণপাড়া, থানা ও জেলা- বগুড়া, ২। মোঃ আসিফদৌলা তানা ওরফে অনি (৩৮), পিতা- মৃত নিজাম উদ্দিন, সাং-দক্ষিণ কাটনার পাড়া, থানা ও জেলা- বগুড়াদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে ।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ আসিফদৌলা তানা ওরফে অনি (৩৮) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রহিয়াছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।